×
অনুসন্ধান

এটা কি স্থায়ী?

ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কটা যে সুরক্ষিত তা কীভাবে জানা যায়।

আমাদের জীবনের অনেক সম্পর্কই বেশিদিন স্থায়ী হয় না। আমরা বিবাহ বিচ্ছেদ, বন্ধুদেরকে ভুল পথে যেতে দেখা, বা আমরা যাকে ভালবাসি তাদের মৃত্যুও দেখে থাকি। তাই আপনি হয়ত ঈশ্বরের সাথে নতুন এই সম্পর্কের বিষয়টি নিয়ে এই ধরণের দ্বিধাদ্বন্দ্বে আছেন যে… এই সম্পর্কটা কি টিকবে?

ঈশ্বর বলেছেন, “আমি কখনও তোমাকে ছেড়ে যাব না বা কখনও তোমাকে ত্যাগ করব না।”যখন আমরা যীশুর উপর আমাদের বিশ্বাস স্থাপন করি, তাঁকে আমাদের জীবনে চাই, তখন আমরা তাঁর সন্তান হয়ে উঠি এবং তাঁর ভালবাসায় অনন্তকাল ধরে বিশ্রাম নিতে পারি।

ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কটাকে আমরা কিনি নি, বা এটা পাবার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হয় নি। বাইবেল এই বিষয়ে খুবই স্পষ্ট। একবার যখন আমরা যীশুর উপর আমাদের বিশ্বাস স্থাপন করি, তখনই আমরা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হই।

‘‘যারা যীশু খ্রীষ্টের উপর বিশ্বাস করে তাদের সেই বিশ্বাসের মধ্য দিয়েই ঈশ্বর তাদের নির্দোষ বলে গ্রহণ করেন। যিহূদী ও অযিহূদী সবাই সমান,কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে। কিন্তু খ্রীষ্ট যীশু মানুষকে পাপের হাত থেকে মুক্ত করবার ব্যবস্থা করেছেন এবং সেই মুক্তির মধ্য দিয়েই দয়ার দান হিসাবে বিশ্বাসীদের নির্দোষ বলে গ্রহণ করা হয়।’’ (রোমীয় ৩:২২-২৪)

শাস্ত্রের নিম্নলিখিত অংশটুকু আপনাকে ঈশ্বরের সাথে আপনার বর্তমান সম্পর্কের সত্যতা বুঝতে সাহায্য করবে।

আমরা যখন খ্রীষ্টয়ান ছিলাম না

আপনি হয়ত নিম্নলিখিত বিষয়গুলো সম্বন্ধে আগে থেকে সচেতন ছিলেন না। যাইহোক, খ্রীষ্টিয়ান হওয়ার আগে বাইবেল আমাদেরকে এইভাবে বর্ণনা করেছে:

  • ঈশ্বরের শত্রুু (রোমীয় ৫:১০)
  • শক্তিহীন (রোমীয় ৫:৬)
  • ঈশ্বরের প্রতি ভক্তিহীন (রোমীয় ৫:৬)
  • পাপী (রোমীয় ৫:৮)
  • নিখোঁজ (মথি ১৮:১১)
  • দরিদ্র (প্রকাশিত বাক্য ৩:১৭)
  • অন্ধ (২য় করিন্থীয় ৪:৪)
  • ঈশ্বরের বিচারের আওতাধীন (যোহন ৩:৩৬)
  • পাপের দরুন মৃত (ইফিষীয় ২:১)
  • বুদ্ধিহীন, নানা রকম কামনা-বাসনার দাস (তীত ৩:৩)
  • মন্দ কাজকারী (কলসীয় ১:২১)
  • ঈশ্বরের কাছ থেকে দূরে (ইফিষীয় ২:১৩)
  • আশাহীন (ইফিষীয় ২:১২)
  • অন্ধকারে চলছিলাম (যোহন ৮:১২)

এখন আমরা খ্রীষ্টিয়ান

যে মূহুর্তে আমরা খ্রীষ্টকে আমাদের জীবনে গ্রহণ করেছি, তখন থেকেই ঈশ্বরের সাথে আমাদের নতুন একটি সম্পর্ক তৈরী হয়েছে এবং নতুন এক জীবনের সূচনা হয়েছে। এখন খ্রীষ্ট যে আমাদের জীবনে আছেন সে বিষয়ে বাইবেল আমাদের যেভাবে বর্ণনা করে তা হল:

আমরা:

  • ঈশ্বরের সাথে শান্তিতে আছি (রোমীয় ৫:১)
  • ঈশ্বরের সন্তান হয়েছি (যোহন ১:১২)
  • সম্পূর্ণভাবে ক্ষমা পেয়েছি (কলসীয় ১:১৪)
  • ঈশ্বরের কাছে এসেছি (ইফিষীয় ২:১৩)
  • পবিত্র আত্মা দ্বারা সীলমোহরকৃত হয়েছি (ইফিষীয় ১:১৩)
  • আর অন্ধকারে নেই (ইফিষীয় ৫:৮)
  • তাঁর রাজ্যের সদস্য হয়েছি (কলসীয় ১:১৩,১৪)
  • ঈশ্বরের ভালবাসা পেয়েছি (১ম যোহন ৪:৯,১০; যোহন ১৫:৯)
  • অনন্ত জীবন পেয়েছি (যোহন ৩:১৬)
  • ঈশ্বরের ভালবাসায় সুরক্ষিত আছি (রোমীয় ৮:৩৮,৩৯)
  • ঈশ্বরের অনুগ্রহে রক্ষা পেয়েছি (ইফিষীয় ২:৮,৯)
  • অন্তর খ্রীষ্টের অধিকারে আছে (ইফিষীয় ৩:১৭)
  • ঈশ্বরের দ্বারা বাছাইকৃত হয়েছি (ইফিষীয় ১:৪,৫)
  • মৃত্যু থেকে জীবনে পার হয়ে গেছি (যোহন ৫:২৪)
  • খ্রীষ্টে জীবিত আছি (ইফিষীয় ২:১৫)
  • ঈশ্বরের চোখে ধার্মিক বলে গণিত হয়েছি (২ করিন্থীয় ৫:২১)
  • একজন মেষপালকের যত্নে পরিচালিত হচ্ছি (যোহন ১০:২৭)

যীশু বলেছেন,‘‘… যে আমার কাছে আসে আমি তাকে কোনমতেই বাইরে ফেলে দেব না,’’ (যোহন ৬:৩৭)। পরবর্তীতে তিনি আরও বলেন,‘‘ আমি তাদের অনন্ত জীবন দিই। তারা কখনও বিনষ্ট হবে না এবং কেউই আমার হাত থেকে তাদের কেড়ে নেবে না।আমার পিতা, যিনি তাদের আমাকে দিয়েছেন, তিনি সকলের চেয়ে মহান। কেউই পিতার হাত থেকে কিছু কেড়ে নিতে পারে না। আমি আর পিতা এক’’ (যোহন ১০:২৮-৩০)। তিনি আমাদেরকে শক্তিশালীভাবে সুরক্ষিত রেখেছেন।

সামনে আমরা আরও দেখি যে ‘‘তোমাদের অন্তরে যিনি ভাল কাজ করতে আরম্ভ করেছেন তিনি খ্রীষ্ট যীশুর আসবার দিন পর্যন্ত তা চালিয়ে নিয়ে শেষ করবেন।’’ (ফিলিপীয় ১:৬)

যীশু সম্পূর্ণভাবে আমাদের পাপের মূল্য দিয়ে দিয়েছেন এবং একবার যখন আমরা তাঁকে এর জন্য ধন্যবাদ দিই এবং তাঁকে আমাদের জীবনে গ্রহণ করি, আমাদের জীবন যাতে তাঁর হয় এই আকাঙ্খা পোষণ করি, তখন তিনি আমাদেরকে তাঁর সন্তান হিসেবে গ্রহণ করেন, আমাদেরকে সম্পূর্ণভাবে ক্ষমা করেন এবং আমরা তাঁর কাছ থেকে গ্রহণযোগ্যতা পাই।

আমরা যা করি সেজন্য এই সম্পর্কটি সুরক্ষিত নয়, বরং ঈশ্বরের গুণাবলী এবং আমাদের হয়ে যীশুর মৃত্যুবরণের জন্যই এই সম্পর্কটি সুরক্ষিত। যীশু তাঁর সাথে আমাদের সম্পর্কটি কিনে নিয়েছেন, এবং ঈশ্বর ও আমাদের মধ্যাকার পাপের শাস্তি তুলে নিয়েছেন। আর তাই আমরা তাঁর সন্তান হতে পেরেছি, ক্ষমা পেয়েছি, তিনি আমাদের ভেতরে বাস করছেন, তাঁর চোখে ধার্মিক গণিত হয়েছি, কারণ যীশু আমাদের পাপকে ঢেকে দিয়েছেন। দূর্ভাগ্যবশত, আমরা তবুও পাপ করব। এরপরও আমরা ঈশ্বরের যেভাবে চান সেভাবে না করে নিজেদের মত করে কাজ করাকেই বেছে নেব। কিন্তু এটা খ্রীষ্টের সাথে আমাদের সম্পর্কের নিরাপত্তাকে কখনই পরিবর্তন করে না। আমরা এই সুরক্ষিত সম্পর্কেই থাকি, কারণ ঈশ্বর এটাই বলেন। ‘‘বিশ্বাসের মধ্য দিয়েই আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে আর তার ফলেই প্রভু যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে ঈশ্বর ও আমাদের মধ্যে শান্তি হয়েছে।’’ (রোমীয় ৫:১)

যীশুর মাধ্যমে পরিত্রাণ পাওয়াটা সম্পূর্ণরূপেই ঈশ্বরের একটি দান যেটা একজন ব্যক্তি বিশ্বাসের মাধ্যমে পেয়ে থাকে। এই মূহুর্তেই আমরা ঈশ্বরের সাথে অনন্তকালীন সম্পর্কে যুক্ত হয়েছি। খ্রীষ্টের সাথে আমাদের সম্পর্ক নিজেদের ব্যক্তিগত পবিত্রতা, বিশ্বাসের পরিমাণ, অথবা উৎসর্গ, অথবা ভাল কাজ অথবা ধর্মীয় কাজ করার উপর নির্ভরশীল নয়। ঈশ্বর চান যেন আমাদের লক্ষ্য শুধুমাত্র বাহ্যিক কাজের উপরই নির্ভরশীল না থাকে। তিনি চান যাতে আমাদের লক্ষ্য যীশুর দিকে থাকে।

এই পৃথিবীতে আমাদের অন্যান্য সম্পর্কগুলোর মতই, ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কটা সুরক্ষিত কারণ তিনিই আমাদেরকে প্রথম এই সম্পর্কে আসার জন্য আহ্বান করেছেন, এবং তিনি আমাদেরকে বিশ্বস্তভাবে অনন্ত জীবনের দিকে নিয়ে যাবেন। ১ম করিন্থীয় ১:৯ বলে যে,‘‘ ঈশ্বর বিশ্বাসযোগ্য; তিনিই তোমাদের ডেকেছেন যেন তাঁর পুত্র আমাদের প্রভু যীশু খ্রীষ্ট ও তোমাদের মধ্যে যোগাযোগ-সম্বন্ধ থাকে।’’